করোনা মহামারির প্রকোপ ঠেকাতে বিশ্বের প্রথম ডিএনএ ভিত্তিক টিকার অনুমোদন দিলো ভারত।
ভারতের তৈরি এই টিকা ১২ বছরের উর্ধ্বে সব বয়সী নাগরিকদের দেয়া যাবে। এক্ষেত্রে টিকা দেয়া হবে মোট তিন ডোজ। ডিএনএ ভিত্তিক করোনাভাইরাসের এই টিকাটি তৈরি করেছে ভারতের জাইডাস ক্যাডিলা গ্রুপ।
গতকাল শুক্রবার (২১ আগস্ট) জাইকোভ-ডি নামের টিকাটির জরুরী ব্যবহারের জন্য অনুমোদনও দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা। করোনাভাইরাসের অন্যান্য টিকা mRNA ও এডিনোভাইরাস ভিত্তিক। কিন্তু জাইকোভ-ডি ডিএনএ ভিত্তিক, যা বিশ্বে প্রথম।
/এসএইচ
Leave a reply