কথাসাহিত্যিক হাসান আজিজুল হক জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি

|

কথা সাহিত্যিক হাসান আজিজুল হক।

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক গুরুতর অসুস্থ। আজ সকাল সাড়ে ১০ টায় চিকিৎসার জন্য রাজশাহী থেকে হেলিকপ্টার যোগে ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নেয়া হয়েছে তাকে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন হাসান আজিজুল হক। পরিচিত মানুষদের চিনতেও সময় নিচ্ছেন তিনি। এছাড়া তার চলাফেরায়ও অন্যদের সাহায্যের প্রয়োজন হচ্ছে।

প্রখ্যাত এ কথা সাহিত্যিকের স্বজনরা জানিয়েছেন, হাসান আজিজুল হকের হৃদ রোগ ও বার্ধক্যজনিত জটিলতাগুলোইএখন তার প্রধান শারীরিক সমস্যা। এছাড়া, সম্প্রতি পড়ে গিয়ে তিনি কোমরে আঘাত পাওয়াসহ ডায়াবেটিসের জটিলতাও রয়েছে তার। রাজশাহীতে অন্তত সাতজন চিকিৎসক তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখছিলেন। শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাওয়ায় ঢাকায় নেয়া হলো তাকে।

গতকাল শুক্রবার (২০ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মলয় ভৌমিক তার ফেসবুক স্ট্যাটাসে জানান, শনিবার সকাল ১০টায় তাকে রাজশাহী বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হবে। ঢাকায় তিনি ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটের বক্ষব্যধি বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের অধীনে চিকিৎসা গ্রহণ করবেন।

১৯৪৭ এ দেশ ভাগ ও মুক্তিযুদ্ধ নিয়ে সোচ্চার প্রখ্যাত এই ঔপন্যাসিকের শ্রেষ্ঠ উপন্যাস আগুনপাখি, তিনি বাংলা অ্যাকাডেমী সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার সহ দেশে বিদেশে নানা পুরস্কারে ভূষিত।

হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স ৮২ বছর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে ৩১ বছর শিক্ষকতার পর ২০০৪ সালে তিনি অবসরে যান।

হাসান আজিজুল হক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন ১৯৭০ সালে। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ও ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। অসামান্য এ গদ্যশিল্পী তার সার্বজৈবনিক সাহিত্যচর্চার স্বীকৃতি স্বরূপ ২০১৮ সালের সেপ্টেম্বরে সাহিত্যরত্ন উপাধি লাভ করেন। ২০০৬ সালে প্রকাশিত আগুনপাখি তার রচিত শ্রেষ্ঠ উপন্যাস।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply