তালেবান হটিয়ে তিন জেলার দখল নিলো আফগান যোদ্ধারা

|

ছবি: এএফপি

তালেবান হটিয়ে আফগানিস্তানের উত্তরাঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ জেলার দখল নিয়েছে তালেবানবিরোধী সশস্ত্র আফগান যোদ্ধারা।

গত শুক্রবার (২০ আগস্ট) কয়েকটি সশস্ত্র গ্রুপের হামলার মুখে পড়ে তালেবান। এরপর উত্তরাঞ্চলীয় প্রদেশ বাগলানের পুল-ই-হিসার, দিহ সালাহ ও বানো- তিনটি জেলা থেকে আফগানিস্তানের নতুন শাসকদের হটিয়ে দেয় তালেবানবিরোধী আফগান যোদ্ধারা, জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

স্থানীয় তালেবানবিরোধী কমান্ডাররা দাবি করেছেন, তারা কমপক্ষে ৩০ জন তালেবানকে হত্যা করেছে এবং তাদের হাতে বন্দি রয়েছে ২০ জন।

রাজধানী কাবুল থেকে ১০০ মাইল উত্তরে বাগলানের জেলা তিনটির দখল তালেবানের হাতছাড়া হবার পর সেখানকার সরকারি ভবনগুলোতে তালেবানের সাদা রঙের পতাকা সরিয়ে ক্ষমতাচ্যুত সরকারের তিন রঙা পতাকা লাগিয়ে দেয়া হয়।

আমরা দারুণ নায়কোচিত কাজ করেছি। তালেবানের কাছে সাঁজোয়া যান থাকলেও সাধারণ মানুষ পাথর ছুঁড়েই তাদের হটিয়ে দিয়েছে, বলেন ২৮ বছর বয়সী সেদিকুল্লাহ সুজা। শুক্রবারের এই যুদ্ধে অংশ নিয়েছিলেন এক সময়কার আফগান সেনা সুজা। তিনি আরও বলেন, জীবন যতদিন থাকবে, তালেবানকে বরদাস্ত করবো না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply