তালেবান আতঙ্কে দেশ ছেড়ে পালালেন অলিম্পিকে পতাকাবাহী অ্যাথলেট

|

ছবি: সংগৃহীত

তালেবানের আতঙ্কে দেশ ছেড়ে পালালেন অলিম্পিকে আফগানিস্তানের পতাকাবাহী নারী অ্যাথলেট কামিয়া ইউসুফি। বিষয়টি নিশ্চিত করেছেন অলিম্পিক কমিটির মুখপাত্র আরেফ পেমান।

কামিয়া বর্তমানে ইরানে অবস্থান করছেন। ১৩ বছর আগে স্প্রিন্টার হিসেবে শুরু হয় তার ক্যারিয়ার। টোকিও অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টের হিটে বাদ পড়লেও ১৩.২৯ সেকেন্ডে দৌড় শেষ করে ভেঙেছেন জাতীয় রেকর্ড।

২০১৬ সালে রিও অলিম্পিকে আফগান দলের একমাত্র নারী সদস্য ছিলেন কামিয়া ইউসুফি। এর আগে ১৯৯৬ সালে তালেবানরা আফগানিস্তান দখল করায় কামিয়ার পরিবার চলে যায় ইরানে। ২৫ বছর পর আবারও এর পুনরাবৃত্তি হলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply