দেশের সবচেয়ে অলস ব্যক্তির খোঁজে প্রতিযোগিতা! অদ্ভুত এ আয়োজন চলছে বলকান অঞ্চলের দেশ মন্টিনিগ্রোতে। সবচেয়ে বেশিদিন শুয়ে কাটাতে পারা ব্যক্তিই হবেন প্রতিযোগিতার বিজয়ী। ‘লেজিয়েস্ট পারসন ইন মন্টিনিগ্রো’র খেতাব জিততে চূড়ান্ত পর্বে লড়ছেন ৫ প্রতিযোগী।
প্রতিযোগিতায় নিয়ম অনুযায়ী টয়লেট ব্যবহার ছাড়া বিছানা থেকে উঠতে পারবেন না প্রতিযোগী। খাওয়া-দাওয়া থেকে শুরু করে সব কিছুই চলবে বিছানায় শুয়ে। সেরা অলসের জন্য রয়েছে ৩৫০ ডলার পুরস্কার।
এক প্রতিযোগী বলেন, সবার সাথে মজা করে সময় কাটাতে এসেছি এখানে। তবে পুরস্কারের অংকটাও বেশ ভালো। জিততে পারলে খুশিই হবো। আরেক প্রতিযোগী বলেন, প্রথমবার এ প্রতিযোগিতায় অংশ নিলাম। আমার বিশ্বাস, এবারের বিজয়ী আমিই হব। বিরোধীদের বলবো, এখনই বাড়ি ফিরে যান।
দেশের সবচেয়ে আলস ব্যক্তিকে খুঁজতে প্রতিবছরই এ আয়োজন করে দেশটি। টানা সাতদিন শুয়ে কাটিয়েছিলেন গতবারের বিজয়ী।
ভিডিওসহ প্রতিবেদনটি দেখতে ক্লিক করুন
ইউএইচ/
Leave a reply