পরিচালক অনন্য মামুন তৈরি করতে যাচ্ছেন নতুন ওয়েব সিরিজ সিনিয়র ভার্সেস জুনিয়র। সে সিরিজে অভিনয় করতে চলেছেন আলোচিত সমালোচিত টিকটকার অপু ভাই। আর এ ঘোষণা নিজেই দিলেন পরিচালক অনন্য মামুন। এ উপলক্ষ্যে তিনি নিজের ফেসবুকে টাইমলাইনে অপুর দুটি ছবি পোস্ট করেছেন।
অনন্য মামুন লিখেছেন, কে কীভাবে নেবেন আমি জানি না। তবে মানুষের চেষ্টাকে আমি সম্মান করি। যার চেষ্টা আছে আমি তাকে সাহায্য করি। সিনিয়র ভার্সেস জুনিয়র ওয়ের সিরিজে আপনাদের সামনে অপু ভাই আসবে আলিয়ান হয়ে (চরিত্রে নাম)। ১ মাস অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে ক্যামেরার সামনে দাড়াবে অপু।
উল্লেখ্য, সোশ্যাল সাইট লাইকি ও টিকটক দিয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া অপু ভাই এক ঘটনায় জড়িয়ে গ্রেফতার হয়েছিলেন। তার পর থেকে দীর্ঘদিন তিনি ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত নাম হয়ে উঠেছিলেন।
Leave a reply