কাউন্সিলরের বোনের নেতৃত্বে গরু চুরির দাবি চোরচক্রের

|

গাছা থানা। ছবি: সংগৃহীত।

গাজীপুর প্রতিনিধি:

গরু চুরির অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনের বোন আসমা বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টায় পুবাইলের হায়দারাবাদ এলাকার মোঃ আলাউদ্দিন বাদী হয়ে গাছা থানায় এই মামলাটি দায়ের করেন। এ ঘটনায় গরু চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের গাজীপুর মুখ্য হাকিম আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর জেলার নকলা থানার গনপদ্দি গ্রামের আলী (৩৮), কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার শিমুলিয়া গ্রামের সীমা আক্তার শিমু (২৫) এবং গাজীপুরের গাছা থানার কুনিয়া পাঁছর এলাকার নুরুল ইসলাম (৩৬)।

মামলার অন্যান্য আসামি হলেন, গাজীপুর জেলার গাছা থানার হেলাল উদ্দিনের স্ত্রী এবং ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনের বোন আসমা বেগম (৩৮) এবং গাজীপুর জেলার গাছা থানার কুনিয়া পাঁছর এলাকার সাফায়েত হোসেন বাবু (২৫)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন, গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে দক্ষিণ খাইলকুর বগারটেক এলাকার মাঠ থেকে একটি বকনা বাছুরসহ গাভী চুরি হয়। পরে গরুর মালিক আলাউদ্দিন আশপাশের সিসি টিভির ফুটেজ দেখে অজ্ঞানতামা এক মহিলাকে শনাক্ত করে। পরবর্তীতে ওই মহিলাকে স্থানীয় ইঞ্জিনিয়ার রোডে কাউন্সিলরের বোন আসমা বেগমের বাড়ির সামনে দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে। খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে গরু চুরির সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যে মামলার অপর আসামি সাফায়েত হোসেন বাবুর (২৫) গোয়াল ঘর থেকে চুরি যাওয়া গরু ও বাছুর উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কাউন্সিলরের বোন আসমা বেগমের নেতৃত্বে গরু চুরির কথা স্বীকার করেছেন। মামলার অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আসমা বেগম তার বোন। মামলার বিষয়টি তিনি শুনেছেন। তবে, কে কে এর সাথে জড়িত এ সম্পর্কে তিনি নিশ্চিত না।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply