গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা

|

গাজায় হামাসের অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রয়টার্সের একটি খবরে এমন তথ্য জানানো হয়েছে।

সীমান্ত নিয়ে সংঘর্ষের জের ধরে শনিবার (২১ আগস্ট) এই হামলা চালানো হয়। সীমান্ত সংঘর্ষের সময় চলা গোলাগুলিতে গুরুতর দুইজনসহ ৪১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। গুরুতর আহত দুইজনের মধ্যে একজন শিশু। ঘটনায় ইসরায়েলের এক সেনাও আহত হয়েছে বলে জানা গেছে।

তবে হামাসের দাবি, ইসরায়েল ব্যর্থতা ও হতাশা ঢাকার জন্যই আবার বিমান হামলা করেছে।

এর আগে গত মে মাসে ইসরায়েল ও গাজার মধ্যে সংঘাতের পারদ চড়েছিল। ১১ দিনের সংঘাতে ২৫০ জন ফিলিস্তিনি এ ১৩ জন ইসরায়েলি সেনার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে যুদ্ধবিরতির মধ্য দিয়ে ওই সংঘাত বন্ধ হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply