বরিশালে পোস্টার ও বর্জ্য অপসারণ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী

|

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম -ফাইল ছবি

একসাথে কাজ করতে গিয়ে ভুল বুঝাবুঝি হয়, আবার নিরসনও হয়। পোস্টার ও বর্জ্য অপসারণ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী।

আজ রোববার (২২ আগস্ট) বরিশালের সিটি মেয়র ও ইউএনওর মধ্যকার দ্বন্দ্ব নিয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেন, প্রশাসনিক কর্মকর্তারা আমাদেরই ভাই। রাজনীতিবিদদের যেমন অবদান আছে, প্রশাসনিক কর্মকর্তারা সরকারের নির্দেশে কাজ করে। কেউ যদি দোষী হয়, তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সবকিছু তদন্ত করা হবে। মন্ত্রণালয় তদন্ত কমিটি করলে জানানো হবে। প্রাথমিকভাবে মামলার পরও তদন্ত হচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় প্রশাসন ও রাজনীতিবিদের মধ্যে কোন মতপার্থক্য তৈরি হয়নি বলে মনে করি। যা হয়েছে সেটা নিরসন হয়ে যাবে।

মন্ত্রী বলেন, সংক্ষুব্ধ পক্ষ ক্ষোভ প্রকাশ করতেই পারে। মামলা হয়েছে। এর মাধ্যমে নিরসন হবে সমস্যার।

অ্যাডমেনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের বিবৃতির ব্যাপারে মন্ত্রী বলেন, কিছু অংশে ক্ষোভ আছে, আবার কিছু অংশে বিনয় আছে।

তাজুল ইসলাম সবশেষ আশ্বস্ত করে বলেন, সিটি কর্পোরেশন কাজে ফিরে গেছে। প্রতিবাদ মিছিলও বন্ধ করেছে। প্রশাসনের লোকজনও কিছু ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি হয়েছে তা বুঝেছে। বিষয়টা নিয়ে আর জটিলতা নেই। সব পক্ষই স্ব স্ব অবস্থান থেকে সমস্যা নিরসনের পথে আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply