সেনা প্রত্যাহারের মাধ্যমে তালেবানের কাছে আত্মসমর্পণ করেছে মার্কিন সরকার: ট্রাম্প

|

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

সেনা প্রত্যাহারের মাধ্যমে মূলত তালেবানের কাছে আত্মসমর্পণ করছে বর্তমান মার্কিন সরকার। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার আবারও বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তের ঘোর সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ অপমানজনক। বাইডেনের পলায়ন মার্কিন রাজনীতিকদের জন্যেও লজ্জাকর। একে বিশ্বের সবচেয়ে শক্তিধর সেনাবাহিনীর পরাজয় হিসেবে দেখা হচ্ছে।

তিনি বলেন, স্পষ্টভাবে বললে সেনা প্রত্যাহার নয় বরং তালেবানের সামনে আত্মসমর্পণ করেছে মার্কিন বহর।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply