স্পার্স স্ট্রাইকার হ্যারি কেইনকে দলে ভেড়ানো থেকে এখনও বেশ দূরেই অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের দাবি, কেইনকে পাবার পথে কমপক্ষে ৫০ মিলিয়ন ইউরোর অভাবে আছে এখন ম্যান সিটি।
ট্রান্সফার উইন্ডো খোলা থাকছে আর মাত্র ৯ দিন। এর মধ্যে কেইনকে দলে টানতে না পারলে ইচ্ছাপূরণ হবে না কেইন ও ম্যান সিটি-কোনো পক্ষেরই। অচলাবস্থার কারণ কেইনের গায়ে লেগে থাকা বিশাল অর্থের ট্যাগ। আর তা দিতে চাচ্ছে না পেপ গার্দিওলার ম্যান সিটি।
ইংলিশ অধিনায়ক ও টটেনহ্যাম ফরোয়ার্ড হ্যারি কেইনের জন্য ৫০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি আছে ম্যান সিটি। হয়তো ১০০ মিলিয়ন ইউরো যেতেও আটকাবে না তাদের। গ্রীষ্মকালীন দলবদলে হ্যারি কেইনকে দলে নিয়ে সার্জিও আগুয়েরোর জায়গা পূরণ করতে চান পেপ গার্দিওলা। কিন্তু টটেনহ্যাম কোনো মতেই ছাড়তে রাজি না তাদের প্রধান স্ট্রাইকারকে। স্পার্সদের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি একাধিকবার পরিষ্কার করে বলেছেন, হ্যারি কেইন বিক্রির জন্য নয়। তবে তাকে নিতে চাইলে ১৫০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে।
জ্যাক গ্রিয়ালিশকে ১০০ মিলিয়ন ইউরো দিয়ে কেনার পর হ্যারি কেইনের জন্যও ১০০ মিলিয়ন ইউরো পর্যন্ত বাজেট রেখেছে ম্যান সিটি, গুঞ্জন শোনা যাচ্ছে এমনও। তবে ধারণা করা হচ্ছে, ১৫০ মিলিয়ন ইউরোর নিচে ৩৩৬ ম্যাচে ২২১ গোল করা কেইনকে ছাড়বে না টটেনহ্যাম।
Leave a reply