প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচেই জয় পেল টটেনহাম। ডেলে আলির পেনাল্টি গোলে নিজের সাবেক ক্লাব উলভসকে তাদের মাঠে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেলেন স্পার্সদের নতুন কোচ নুনো।
প্রিমিয়ার লিগে ১৭ মাসের মধ্যে প্রথম গোল করলেন অ্যাটাকিং মিডফিল্ডার ডেলে আলি। মলিনাক্সে তার গোলের সুবাদেই টটেনহামের হয়ে টানা দুই জয়ের পথে নিজের পুরোনো ক্লাব উলভসকে হারান নুনো। আর গ্রীষ্মকালীন লম্বা ছুটি কাটিয়ে এই ম্যাচেই বদলি হিসেবে নেমেছিলেন স্পার্সদের প্রধান খেলোয়াড় হ্যারি কেইন।
ম্যাচে সুযোগ এসেছিল উলভসেরও। রুবেন নেভেসের দারুণ পাস নিজ আয়ত্তে নিয়ে হুগো লরিস বরাবর শট নিয়ে সেই সুযোগ নষ্ট করেন উলভস ফরোয়ার্ড অ্যাডাম ট্রাউরে। ট্রাউরে পুরো ম্যাচেই কাঁপন ধরিয়েছে স্পার্সদের রক্ষণে। তবে খুব একটা সুযোগ পায়নি টটেনহাম। আরও বড় ব্যবধানে জয় পাবার মতো আধিপত্য ছিল না তাদের খেলায়।
উলভস গোলরক্ষক হোসে সা দারুণ চারটি সেভ করেছেন দ্বিতীয়ার্ধে। এর মধ্যে একটি ছিল হ্যারি কেইনের শট। হোসে সা’র পারফরমেন্সে কামব্যাক গোল পেলেন না হ্যারি কেইন।
তবে এ দিনটি স্মরণীয় হিসেবেই থাকার কথা স্পার্স কোচ নুনোর জন্য। চার বছরের মেয়াদে উলভসে দারুণ জনপ্রিয় ছিলেন তিনি। আর এই গ্রীষ্মে ক্লাব বদলে টটেনহামে এসেই উলভসকে তাদের মাঠে হারালেন এই পর্তুগীজ কোচ।
Leave a reply