কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে সৈকত গোসল করতে নেমে নিখোঁজ স্কুল ছাত্র মোহাম্মদ ইরফান (১৪) এর মরদেহ ২৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ আগস্ট) রাত ৯টার দিকে কলাতলী সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক পিন্টু রায় সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
শনিবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণীর দুই ছাত্র ইরফান ও ওয়াহিদ সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করার এক পর্যায়ে সাগরে ভেসে যায়। এসময় লাইফগার্ড, বীচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ ওয়াহিদকে উদ্ধার করতে সক্ষম হলেও সাগরে তলিয়ে যায় ইরফান।
এরপর সৈকতের বিভিন্ন পয়েন্টে ইরফানের সন্ধান চালাতে থাকে ট্যুরিস্ট পুলিশ, লাইফ গার্ড, বীচ কর্মী ও তার স্বজনরা। একপর্যায়ে রাত ৯টার দিকে কলাতলী সৈকতে মরদেহটি ভেসে আসলে, খবর পেয়ে স্বজনরা শনাক্ত করে।
মারা যাওয়া স্কুল ছাত্র ইরফানের চাচাতো ভাই দেলোয়ার জানান, ইরফান ও ওয়াহিদ আপন মামাতো-ফুফাতো ভাই এবং তারা দু’জন একই ক্লাসে পড়তো।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, গোসল করার একপর্যায়ে ওয়াহিদ পানিতে তলিয়ে গেলে সাহায্যের জন্য হাত নাড়তে থাকে। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে সাগরে তলিয়ে যায় ইরফা
Leave a reply