হাইতিতে ভয়াবহ ভূমিকম্প: প্রাণহানির সংখ্যা ছাড়ালো ২২শ’

|

হাইতির ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২২শ' ছাড়িয়েছে।

হাইতির ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ছাড়ালো ২২শ’। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এখনও নিখোঁজ রয়েছেন ৩৪৪ বাসিন্দা। তাদের সন্ধানে চলছে দুর্যোগ কবলিত এলাকাগুলোয় উদ্ধার অভিযান।

আশঙ্কা করা হচ্ছে এ ঘটনায় আরও বাড়বে প্রাণহানির সংখ্যা। কারণ এতোদিন পর নিখোঁজদের জীবিত পাবার সম্ভাবনা নেই বললেই চলে।

গেলো সপ্তাহে দেশটিতে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে আহত হয়েছেন ১২ হাজারের বেশি মানুষ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৩ হাজারের ওপর ঘরবাড়ি ও স্থাপনা। দুর্যোগ কবলিত এলাকাগুলোয় নতুন সংকটে পড়েছেন স্বেচ্ছাসেবীরা। ত্রাণবহনকারী ট্রাক, হেলিকপ্টার এমনকি অ্যাম্বুলেন্সেও লুটপাট চালাচ্ছে বেশকিছু গ্যাং। ভূমিকম্পের পর মৌসুমি ঘূর্ণিঝড়- গ্রেসের কবলে পড়েছে হাইতির উত্তর-পশ্চিমাঞ্চল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply