পাকিস্তানের ইনিংস ঘোষণা, ব্যাটিং বিপর্যয়ে উইন্ডিজ

|

বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টেস্টের ৩য় দিনে ৯ উইকেটে ৩০২ রান করে ইনিংস ঘোষণা করেছে সফরকারী পাকিস্তান। অপরাজিত সেঞ্চুরি করেছেন ফাওয়াদ আলম। এদিকে ৩য় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক উইন্ডিজ। দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৩৯ রান।

কিংসটনে টানা চার সেশন বৃষ্টিতে পণ্ড হওয়ার পর খেলা মাঠে গড়ায় মধ্যাহ্ণ বিরতির পর। দুই অপরাজিত ব্যাটসম্যান রিজওয়ান ৩১ ও ফাহিম ২৬ রানের বেশি সংগ্রহ করতে পারেননি।

তবে ৭৫ রানে রিটায়ার্ড হার্ট হওয়া ফাওয়াদ আলম মাঠে ফিরে ১২৪ রানে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। ফলে ৩০২ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

জবাবে শাহিন শাহ আফ্রিদী’র আক্রমণাত্মক বোলিংয়ে শুরুতেই দুই ওপেনার ব্রাথওয়েট ও পাওয়েলকে হারায় স্বাগতিক উইন্ডিজ। রোস্টন চেইসকে বোল্ড করেছেন ফাহিম। সিরিজে এখন পর্যন্ত ১-০’তে এগিয়ে উইন্ডিজ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply