বরিশালে সমঝোতায় স্বস্তিতে নগরবাসী

|

অবশেষে উভয়পক্ষের সমঝোতায় পরিস্থিতি শান্ত হয়েছে বরিশালে।

বরিশালে ইউএনও’র বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় বিভাগীয় কমিশনারের আহ্বানে সিটি মেয়রের উপস্থিতিতে সমঝোতা বৈঠকের পর শহরের পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। স্বস্তিও ফিরেছে নগরবাসীর মধ্যে।

গেল ৫ দিনের যে চাপা উৎকণ্ঠা ছিল, তা অনেকটাই কেটে গেছে। স্বাভাবিক চেহারায় ফিরেছে নগরীর রাস্তাঘাট।

মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর জানান, পুলিশ ও ইউএনও’র করা আলাদা দুটি মামলা এবং সিটি কপোরেশনের প্যানেল মেয়র ও রাজস্ব কর্মকর্তার দায়েরকৃত আদালতে দুটি অভিযোগ তুলে নেয়া হবে।

বৈঠকে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ’সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা এবং প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার সাইফুল হাসান, বরিশাল রেঞ্জের ডিআইজিসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত বুধবার রাতে পোস্টার অপসারণকে কেন্দ্র করে সদর উপজেলা ইউএনও’র বাড়িতে হামলার অভিযোগ ওঠে। এর জেরে আনসার এবং পুলিশের সাথে সিটি করপোরেশনের কর্মী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply