মামুনুর রশিদ:
বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটার হেনরি নিকোলস।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিপর্যয় থেকে শিক্ষা নিয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা, এমনটিই জানালেন নিকোলস। এশিয়ার কন্ডিশনে মানিয়ে নেয়াটাই এখন ব্ল্যাক ক্যাপদের জন্য বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড দলের বেশিরভাগ ক্রিকেটারই নতুন। যাদের বেশিরভাগই নেই বিশ্বকাপ দলে। তাই এখানে বিশ্বকাপ প্রস্তুতি বলতে কিছু নেই ব্লাক ক্যাপসদের। তারপরও দলটির নির্ভার থাকার সুযোগ নেই। তাদের সামনে যে বড় চ্যালেঞ্জ মিরপুরের উইকেট।
হ্যানরি নিকোলস বলেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজে আমার মনে হয় অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান ছিল ১৩০। আর নিউজিল্যান্ডে ১৮০ রান হচ্ছে মানদণ্ড। তাই ব্যাটসম্যান হিসেবে মাথায় রাখতে হবে সেটা এবং মনে রাখতে হয়, এই কন্ডিশন বেশ কঠিন।
হ্যানরি নিকোলস আরও জানিয়েছেন, আমরা এই সিরিজের জন্য ভালোভাবেই প্রস্তুত। আর বাড়তি পাওয়া হচ্ছে অস্ট্রেলিয়ার খেলা দেখা। আমার মনে হয়, তারা যেভাবে খেলার চেষ্টা করেছে, যেমনটা তারা খেলেছে, সেটা সফল হয়নি। দল হিসেবে এটা আমাদের জন্য ভালো একটি শিক্ষা। যেমনটা আমি বলেছি, উড়াল দেয়ার আগে গত দুই সপ্তাহে আমরা ভালো ক্যাম্প করেছি।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। তার আগেই উইকেট নিয়ে চিন্তার ভাজ নিউজিল্যান্ডের কপালে।
ইউএইচ/
Leave a reply