‘প্রধানমন্ত্রী দ্রুত স্কুল খুলে দিতে বলেছেন, আমাদের সব প্রস্তুতি আছে’

|

প্রধানমন্ত্রী দ্রুত স্কুল খুলে দিতে বলেছেন। আমাদের সব প্রস্তুতি নেয়া আছে। অবস্থা ভালো হলে, উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত হলেই আমরা স্কুল খুলে দেবো। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এ কথা বলেছেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের ৮৫ ভাগ টিকা নিয়েছেন। এ অবস্থায় আমরা চাই স্কুল খুলে দিতে। তবে এক্ষেত্রে সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত হতে হবে।

প্রতিমন্ত্রী বলেছেন, কারিকুলাম অনুযায়ী অনলাইনে শিক্ষা কার্যক্রম চলছে। যে কোনো সময় যেন স্কুল খুলে দেয়া হয় এজন্য প্রস্তুতির নির্দেশনাও আছে। এছাড়া, শিক্ষার্থীরা অনলাইনে বাজে জিনিসে আসক্ত হয়ে যাচ্ছে। বাল্যবিবাহ হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

অক্টোবরে স্কুল খুললে প্রথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি না খোলা হয়, না খুলতে পারি তাহলে গতবারের মতো মূল্যায়নের ভিত্তিতে প্রাথমিক শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply