চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষ: দুই ছাত্রদল নেতার রিমান্ড

|

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রদলের দুই নেতার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ আগস্ট) করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জিসীর আদালত সাইফ মাহমুদ জুয়েল ও মোস্তাফিজুর রহমান রুমীর ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তারা জুয়েল ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রুমী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা।

গত ১৭ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি জিয়ার মাজারে ফুল দিতে গেলে তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই দিন পুলিশের সাথে সংঘর্ষের পরে তারা রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে।

তবে বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশ তাদের সেখানে যেতে বাধা দেয়। ছত্রভঙ্গ করতে দফায় দফায় টিয়ার শেল ও গুলি করা হয়। তবে পুলিশের অভিযোগ, সংসদ ভবন এলাকায় বিএনপির কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা ছিল বলেই তাদের বাধা দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply