ঢাকায় ৪ দিন কোয়ারেন্টাইনে থেকেও করোনা পজেটিভ কিউই ক্রিকেটার

|

৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরও ফিন অ্যালেনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশে এসেই দুঃসংবাদ পেলো নিউজিল্যান্ড ক্রিকেট দল। ঢাকায় এসে চার দিন কোয়ারেন্টাইনে থাকার পরও ফিন অ্যালেনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) ব্ল্যাকক্যাপসরা তাদের টুইটার অ্যাকাউন্টে এই খবর নিশ্চিত করেছে। এতে ফিন অ্যালেনকে থাকতে হবে আইসোলেশনে। এরপর নেগেটিভ প্রমাণ হলেই খেলার অনুমতি পাবেন।

নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসার চারদিন আগেই ঢাকায় পৌঁছায় কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন। ইংল্যান্ডে ১০০ বলের টুর্নামেন্টে খেলে সরাসরি যুক্তরাজ্য থেকে ঢাকায় আসেন তারা। অথচ বাংলাদেশে আসার ৪৮ ঘণ্টা আগেও করোনা পরীক্ষায় নেগেটিভ ছিলেন ফিন অ্যালেন। সেই সাথে দুই ডোজ টিকাও নেয়া ছিল তার। করোনার প্রাথমিক কিছু লক্ষণ থাকায় তাকে চিকিৎসা দিচ্ছেন বিসিবি ও ক্রিকেট নিউজিল্যান্ডের ডাক্তাররা।

বিসিবির ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছে কিউই দলের ম্যানেজার। তবে ফিন অ্যালেনের পরিবর্তে দলে কাউকে নেয়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

উল্লেখ্য, টাইগারদের বিপক্ষে ১ সেপ্টেম্বর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সিরিজের বাকি চার ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ বিকাল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply