অন্যান্য বছরের তুলনায় এই বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বুধবার (২৫ আগস্ট) সচিবালয়ে আয়োজিত মশাবাহিত রোগ প্রতিরোধে ১১তম আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, উচ্চ শিক্ষিত মানুষের বাসায় প্রচুর লার্ভার অস্তিত্ব পাওয়া যাচ্ছে; যা দুঃখজনক।২০২০ এর সাফল্যের পর আশা করেছিলাম এবারও ডেঙ্গু কম হবে, কিন্তু নানা কারণে সেটা সম্ভব হয়নি। তবে লকডাউনে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ থাকায় ও নগরবাসীর অনেকে বাসা খালি রেখে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন। এটিই এডিশ মশার প্রজনন বৃদ্ধির অন্যতম কারণ মনে করেন বলে জানান মন্ত্রী।
এ সময় দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, সিটি করপোরেশন সার্বিকভাবে মশা নিধনে কাজ করে যাচ্ছে। তবে বৃষ্টি, ছাদ বাগান ও অপরিকল্পিত নগরায়ণ প্রতিকূলতা তৈরি করছে বলে জানান তিনি।
ইউএইচ/
Leave a reply