এ বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি: স্থানীয় সরকার মন্ত্রী

|

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। ফাইল ছবি

অন্যান্য বছরের তুলনায় এই বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার (২৫ আগস্ট) সচিবালয়ে আয়োজিত মশাবাহিত রোগ প্রতিরোধে ১১তম আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, উচ্চ শিক্ষিত মানুষের বাসায় প্রচুর লার্ভার অস্তিত্ব পাওয়া যাচ্ছে; যা দুঃখজনক।২০২০ এর সাফল্যের পর আশা করেছিলাম এবারও ডেঙ্গু কম হবে, কিন্তু নানা কারণে সেটা সম্ভব হয়নি। তবে লকডাউনে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ থাকায় ও নগরবাসীর অনেকে বাসা খালি রেখে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন। এটিই এডিশ মশার প্রজনন বৃদ্ধির অন্যতম কারণ মনে করেন বলে জানান মন্ত্রী।

এ সময় দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, সিটি করপোরেশন সার্বিকভাবে মশা নিধনে কাজ করে যাচ্ছে। তবে বৃষ্টি, ছাদ বাগান ও অপরিকল্পিত নগরায়ণ প্রতিকূলতা তৈরি করছে বলে জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply