কাঠগড়ায় ওসি প্রদীপের ফোনালাপ, ৩ পুলিশ প্রত্যাহার

|

ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার চাঞ্চল্যকর মামলার শুনানির সময় কাঠগড়ায় পুলিশের বরখাস্ত ওসি প্রদীপের মোবাইল ফোনে কথা বলার ঘটনায় সেখানে দায়িত্বরত ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এ সময় ওসি প্রদীপের ফোনে কথা বলার বিষয়টি আদালতের সামনে আনেন পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম। এর জবাবে আদালত ওসি প্রদীপসহ সবাইকে সতর্ক করে দেন।

আরও পড়ুন: কাঠগড়ায় ফোনে কথা বলায় বরখাস্তকৃত ওসি প্রদীপকে সতর্ক করেছেন আদালত
সিনহা হত্যার ঘটনায় করা হত্যা মামলায় গত বছরের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র‌্যাব ১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টের গাড়ি তল্লাশি কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply