পদ্মায় তীব্র স্রোতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বন্ধ ফেরি চলাচল। এ অবস্থায় শরীয়তপুরের জাজিরায় নতুনভাবে বসছে একটি ফেরিঘাট।
এরফলে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ছেড়ে যাওয়া নৌযান মাদারীপুরের পরিবর্তে ভিড়বে শরীয়তপুরের নতুন ঘাটে। কমবে ৪ থেকে ৫ কিলোমিটার নৌযাত্রার সময়। সকাল থেকে জাজিরার মাঝিরঘাটে পন্টুন বসানো এবং গ্যাংওয়ে নির্মাণের কাজ শুরু করে বিআইডব্লিউটিএ। প্রথম অবস্থায় ছোট ফেরি দিয়ে অ্যাম্বুলেন্স, লাশবাহি গাড়ি ও সরকারি ছোট গাড়ি পারাপার করার পরিকল্পনা রয়েছে।
এদিকে ৫ থেকে ৭ দিনের মধ্যে ঘাট নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর ঢাকা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মতিউল ইসলাম। এই ঘাট চালু হলেও আগামীতে স্রোত কমলে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলবে।
এনএনআর/
Leave a reply