নড়াইলের লোহাগড়ায় বিয়ের দাওয়াত না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে শিশুসহ ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার কাশিপুর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে আটক করেছে। আহত রিপন শেখ, লোকমান মোল্লা, নজির শেখ, ইদ্রিস মোল্লা, জোহরা বেগম, রানা শেখ, জিন্না, নাইম, রাসেল শেখ জামাল শেখ, রাশেদুলকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামেশ্বরপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবু শেখ ও আজগর মোল্লার লোকজনের মধ্যে বিরোধ চলছিল। গত কয়েকদিন আগে বাবু শেখের দলের রানা শেখের বিয়ে হয়। এ বিয়েতে প্রতিপক্ষ আজগর মোল্লার লোকজনকে দাওয়াত না দেয়ায় ক্ষিপ্ত হয় তারা। এরই জের ধরে মঙ্গলবার বিকালে আজগর মোল্লার লোকজন লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষ জামাল শেখের বাড়িতে হামলা চালায়।
এ সময় উভয়পক্ষের লোকজন লাঠিসোটা, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে বৃদ্ধ নারীসহ উভয়পক্ষের নারী-শিশু সহ ১০ জন আহত হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আলমগীর শেখ, বাবু শেখ ও জিন্নাত শেখকে আটক করা হয়েছে।
Leave a reply