মরে যাবো, তবুও তালেবানের কাছে আত্মসমর্পণ করবো না: পানশিরের মাসুদ

|

আহমদ মাসুদ। ছবি: সংগৃহিত

মরে গেলেও তালেবানের কাছে আত্মসমর্পণ করবেন না আফগানিস্তানের তালেবান বিরোধী নেতা আহমদ মাসুদ। ফ্রান্সের সংবাদমাধ্যম প্যারিচ মাচকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রতিজ্ঞার কথা জানিয়েছেন।

তালেবান কাবুল দখলের পর বিখ্যাত বিদ্রোহী কমান্ডার আহমদ শাহ মাসুদের পুত্র আহমদ মাসুদ পানশিরে পালিয়ে যান। সেখান থেকে তিনি তালেবানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন।

এরপর এই প্রথম সাক্ষাৎকারে আহমদ মাসুদ বলেন, আমি আহমদ শাহ মাসুদের সন্তান। আমার শব্দভাণ্ডারে আত্মসমর্পণ বলে কোনো শব্দ নেই। আমি মরে যাবো, তবুও তালেবানের কাছে আত্মসমর্পণ করবো না।

উল্লেখ্য, আহমদ মাসুদের পিতা আহমদ শাহ মাসুদ ছিলেন বিদ্রোহী মুজাহিদীন কমান্ডার। আশির দশকে সোভিয়েত বিরোধী লড়াইয়ে ব্যাপক বীরত্ব প্রদর্শনের কারণে তাকে ‘পানশিরের সিংহ’ বলে অভিহিত করা হয়। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার দুইদিন আগে তালেবান ঘনিষ্ঠ সংগঠন আল কায়েদার হামলায় তিনি নিহত হন।

গত ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুল দখল করার পর এই উপত্যকায় বসে ‘ন্যাশনাল রেসিসট্যান্স ফ্রন্ট’ (এনআরএফ) নামে তালেবানবিরোধী বিদ্রোহীরা আত্মপ্রকাশ করেছে। এই দলে মিলিশিয়া যোদ্ধাসহ পালিয়ে যাওয়া আফগান সেনাবাহিনীর বিভিন্ন র‌্যাঙ্কের কর্মকর্তারা রয়েছেন।

তাদের বাদ দিয়ে সরকার গঠন করা হলে তালেবানের বিরুদ্ধে তারা যুদ্ধ করবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে তারা তালেবানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply