ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেনের প্রাণ বাঁচাতে যারা এগিয়ে এসেছিল তাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।
ইউরো-২০২০ এ কোপেনহেগেনে ডেনমার্ক ও ফিনল্যান্ডের ম্যাচে ঘটেছিল একের পর এক অভাবনীয় ঘটনা। মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে ঢলে পড়েন ক্রিশ্চিয়ান এরিকসেন। দুনিয়াজুড়ে থাকা অসংখ্য ফুটবলপ্রেমীর জন্য নিদারুণ উৎকণ্ঠার সেই মুহূর্তগুলোর কথা ভুলবে না হয়তো কেউই।
সেদিনের প্রাথমিক চিকিৎসার কারণে বেঁচে যায় এরিকসেনের প্রাণ। এরপর ডেনমার্কের অধিনায়ক সিমন কায়ের ও তার সতীর্থরা এরিকসেনকে প্রাথমিক চিকিৎসা দিতে শুরু করে। মাঠের বাইরে থেকে ফিজিও এবং চিকিৎসক দল ছুটে এসে সিপিআর দেয় এরিকসেনকে। তার কিছুক্ষণ পর তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে।
গতকাল (২৪ আগস্ট) ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, এরিকসেনের প্রাণ বাঁচানোর কাজে নিয়োজিত কোপেনহেগেনের নায়কদের দেয়া হবে উয়েফা প্রেসিডেন্টস পুরস্কার।
উয়েফার প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিন বলেছেন, এবারের প্রেসিডেন্টস পুরস্কার ছাপিয়ে গেছে ফুটবলকেও। সে রাতে কোপেনহেগেনে বিশ্ব দেখেছে সত্যিকারের নায়কদের। জীবন কতোটা মূল্যবান- এই শাশ্বত বার্তাটিই আরেকবার আমাদের দিয়েছিলেন তারা। তাদের নাম ঘোষণা করা আমার জন্য দারুণ সম্মানের বিষয়।
Leave a reply