নিউজিল্যান্ডের ক্রিকেটার করোনা আক্রান্ত হলেও সেটি সিরিজ আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। দুই দেশের মাঝে হওয়া কোভিড প্রটোকল চুক্তির আওতায় সব ব্যবস্থাই নেয়া হয়েছে বলে দাবি তার।
চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে করোনার ভয়াবহতা না থাকলেও পুরো দুই সপ্তাহ কঠিন কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল বাংলাদেশকে। বিপরীতে ২৪ আগস্ট ঢাকা পৌঁছে তিনদিনের আইসোলেশন শেষে অনুশীলনে নামছে নিউজিল্যান্ড।
ইংল্যান্ড থেকে আসা কিউই ক্রিকেটার ফিন অ্যালেন কোভিড পজেটিভ হয়েছেন। তবে প্রতিকারে দ্রুত ব্যবস্থা নেয়ায় বিসিবির পেশাদারিত্বে খুশি সফরকারীরা। বিসিবির প্রধান নিবার্হী জানালেন, এ ঘটনা সিরিজে কোন প্রভাবই ফেলবে না।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী বলেন, অস্ট্রেলিয়াও আমাদের বায়োবাবল নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছে। নিউজিল্যান্ড সিরিজও আমরা আয়োজন করছি। আমাদের আয়োজনে যেসব বিষয় আছে তাতে আমরা বেশ আত্মবিশ্বাসী। কেউ যদি কোভিড পজেটিভ শনাক্ত হয় তবে সে জন্যও পরিকল্পনা দেয়া আছে এবং কোভিড প্রটোকল অনুসারে সকল ব্যবস্থাই নেয়া হবে। তাই এমন ঘটনা সিরিজের উপর কোনো প্রভাব ফেলবে না।
৫টি ওয়ানডে ও ১টি চারদিনের ম্যাচ খেলতে আগামী ৩১ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। তবে দেশটির বর্তমান পরিস্থিতিতে ক্রিকেট দলের জন্য ফ্লাইটের ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বিকল্প উপায় হিসেবে আছে সড়ক পথ। তবে সিরিজকে ঘিরে পুরোপুরি প্রস্তুত স্বাগতিক বাংলাদেশ। এরই মাঝে সিলেটে ক্যাম্প শুরু করেছেন যুবা টাইগাররা।
নিজাম উদ্দীন চৌধুরী বলেন, যেসব কাজ আমাদের পরিকল্পনায় আছে তা যথা সময়েই হবে। বিভিন্ন বোর্ডের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা। বাছাইপর্বের আগে কিছু বাড়তি ম্যাচ খেলা যায় কিনা সেই চেষ্টা করছি।
এদিকে ভারত-ইংল্যান্ডকে সাথে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা ছিল বাংলাদেশের। তবে করোনা পরিস্থিতির কারণে সেই টুর্নামেন্টটি নভেম্বরের মাঝামাঝি আয়োজন করবে ভারত। তবে শঙ্কা জেগেছে, ইংল্যান্ডের পরিবর্তে তৃতীয় দল হতে পারে শ্রীলঙ্কা।
Leave a reply