গাজীপুরে একটি পোশাক কারখানায় করোনা টিকা নেয়ার পর অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। টিকা নেয়ার পর শ্রমিকরা অসুস্থ হয়ে গেলে কারখানাটিতে টিকা কার্যক্রম বন্ধ রাখা হয়।
গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, সকালে মৌচাক এলাকায় সাদমা গ্রুপের মৌচাক ফ্যাশন কারখানায় শ্রমিকদের সিনোফার্মার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়। ঘণ্টাখানেক পর থেকে টিকা নেয়া কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে একে একে আরও অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের আশে-পাশের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নেয়া হয়। অসুস্থ শ্রমিকরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ জানিয়েছেন চিকিৎসকরা।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সাদমা গ্রুপের পরিচালক মোহাম্মদ সোহেল রানা জানান, টিকা দেয়ার কিছুক্ষণ পর থেকে অসুস্থ হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাসায় পাঠানো হয়েছে ।
এর আগে বুধবার (২৫ আগস্ট) গাজীপুরের টঙ্গীর শ্যাটার্ন টেক্সটাইল কারখানায় বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার (২৪ আগস্ট) ও বুধবার (২৫ আগস্ট) কারখানাটির প্রায় ১২শ’ শ্রমিককে মডার্নার দ্বিতীয় ডোজ দেয়া হয়।
গাজীপুরের সিভিল সার্জন ডা. খাইরুজ্জামান জানান, তারা সাইকোজেনিক বা মনস্তাত্ত্বিক কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন। যার ফলে তারা ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছেন। ভয়ের কিছু নেই। তারা চিকিৎসা নিচ্ছেন। আমরা আবারও টিকা কার্যক্রম শুরু করবো।
/এস এন
Leave a reply