জিয়াউর রহমানের নির্দেশেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

|

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

জিয়াউর রহমানের নির্দেশেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, এমন অভিযোগ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন জিয়ার স্বাক্ষরে-ই আইনে পরিণত হয় ইনডেমনিটি অর্ডিনেন্স।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউটে শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। সেসময় যারা বঙ্গবন্ধুর নিরাপত্তায় গাফিলতি করেছিলেন তারাও দায়ী।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ১৫ আগস্টে রাজনৈতিক নেতারা কোথায় ছিলেন? সেদিনের আওয়ামী লীগ নেতাদেরও কাঠগড়ায় দাঁড়িয়ে ব্যাখ্যা দিতে হবে। যারা মোশতাকের মন্ত্রী পরিষদে যোগ দিয়েছিলেন তারাও দায়ী।

মন্ত্রী আরও বলেন, যারা বঙ্গবন্ধুর নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা কী ভূমিকা পালন করেছেন? কর্নেল জামিল একাই চলে এসেছিল বঙ্গবন্ধুকে বাঁচাতে, আর তো কেউ এগিয়ে আসেনি। সেদিন যারা পুলিশ, এনএসআই, বিডিআর, ডিজিএফআইয়ের দায়িত্বে ছিল তাদের কী ভূমিকা ছিল?


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply