সালমানকে আটকে রেখে পুরস্কৃত হচ্ছেন নিরাপত্তারক্ষী

|

সালমান খানকে বিমানবন্দরে আটকান ওই নিরাপত্তারক্ষী।

বলিউড সুপারস্টার সালমান খানকে বিমানবন্দরে আটকে রেখে এবার পুরস্কার পেলেন এক নিরাপত্তারক্ষী। সালমানকে আটকে রাখার ভক্তরা তার সমালোচনা করলেও যথাযথ দায়িত্ব পালন করায় তাকে পুরস্কৃত করেছে মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষ।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, বিমানবন্দরের দায়িত্বে নিয়োজিত সিআইএসএফ সোমনাথ মোহান্তি নামের বিমানবন্দরের ওই নিরাপত্তারক্ষীকে দৃষ্টান্তমূলক পেশাদারিত্ব দেখানোয় পুরস্কৃত করেছে। এর আগে, ‘টাইগার ৩’ ছবির শুটিংয়ের জন্য রাশিয়া যাওয়ার সময় নায়িকা ক্যাটরিনা কাইফকে সাথে নিয়ে ফ্লাইট ধরতে মুম্বাই বিমানবন্দরে পৌঁছালে সালমানকে আটকানোর এক ভিডিও ভাইরাল হয়।

সেখানে দেখা যায় যেখানে দেখা গেছে, সালমান খানের সঙ্গে ছবি তুলতে বিমানবন্দরে হাজির সাংবাদিকসহ অনেকেই। আর তাদের ক্যামেরার সামনে সালমান পোজ দিচ্ছেন। এরপর সালমান মাস্ক বের করে মুখে লাগিয়েও খুলে ফেলেন। মাস্ক ছাড়া বিমানবন্দরে প্রবেশের সময় নিরাপত্তারক্ষী সোমনাথ সালমানকে বাধা দেন। সালমানকে ওই নিরাপত্তারক্ষী বলেন, আগে নিয়ম মানুন, তারপর সব হবে। মাস্ক পরে ঢুকতে হবে।

এরপরই গুজব ছড়ায় যে, নিরাপত্তারক্ষী সোমনাথ বরখাস্ত হচ্ছেন। তবে, সেই গুজব উড়িয়ে দিয়ে সিআইএসএফ জানিয়েছে, তিরস্কার তো নয়ই বরং তারা পুরস্কৃত করতে যাচ্ছেন সোমনাথকে।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply