কাবুল বিস্ফোরণে মার্কিন নাগরিক হতাহত হয়েছে: পেন্টাগন

|

কাবুল বিস্ফোরণে মার্কিন নাগরিক হতাহত।

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে হতাহতদের মধ্যে মার্কিন সৈন্য এবং
বেসামরিক নাগরিকও আছেন বলে নিশ্চিত করেছে পেন্টাগন। খবর রয়টার্স।

পশ্চিমা দেশগুলো কাবুলে বোমা হামলা হতে পারে বলে সতর্ক করে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার বিস্ফোরণের ওই ঘটনা ঘটেছে। পেন্টাগনের প্রেস সচিব জন কিরবি এক টুইট বার্তায় কাবুলের বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে মার্কিনিদের হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
ওয়াশিংটনের অন্য এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণে কয়েকজন হতাহত হয়েছে। বিস্ফোরণে হতাহতদের মধ্যে মার্কিন নাগরিক ও সামরিক বাহিনীর সদস্যরাও রয়েছে।

দেশ ছাড়ার জন্য হাজার হাজার মানুষ কাবুল বিমানবন্দরে অবস্থান করছিল, এমন সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটল। তালেবানের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীর বিস্ফোরণে শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন।

বিস্ফোরণটি ঘটেছে বিমানবন্দরের অ্যাবে গেটের প্রবেশদ্বারে। সন্ত্রাসী হামলার আশঙ্কায় বন্ধ করে দেওয়া তিনটি গেটের একটি হচ্ছে ওই অ্যাবে গেট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply