নওগাঁয় ইটভাটা বন্ধের দাবীতে মানববন্ধন

|

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

নওগাঁয় ইটভাটা গড়ে তুলতে মানা হচ্ছে না পরিবেশ আইন। ফসলি জমি নষ্ট করে বসতবাড়ির পাশেই চুল্লি স্থাপন করে ইট পোড়ানো হচ্ছে। ফলে মারাত্নক ক্ষতির মুখে পরেছে পরিবেশ।

তাই যত্রতত্র অবৈধ ভাবে ভাটা তৈরি বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। দুপুরে জেলার খাদাইল বাজারে নওগাঁ-জয়পুরহাট সড়কের পাশে মানববন্ধন করে এলাকাবাসী।

সচেতন এলাকাবাসীর ব্যানারে তারা মাববন্ধন কর্মসূচী পালন করে। এসময় মানববন্ধনকারীরা ফসলি জমি ও পরিবেশ রক্ষায় ইটভাটাগুলো বন্ধের দাবি জানান। একইসাথে বসতি এলাকায় নির্মাণাধীন ইটভাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির আহবায়ক শফিকুল ইসলাম, খাদাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবেন্দ্রনাথ চৌধূরী, সহকারী প্রধান শিক্ষক জিল্লুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আসাদুজ্জামান বিপুল, দাখিল মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমান, বাজার বণিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম রাজু প্রমূখ।

এছাড়া মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply