রোনালদোকে নিয়ে কেমন হবে ম্যান ইউয়ের লাইনআপ?

|

ছবি: সংগৃহীত

ওলে গানার সুলশারের হাতে এখন অনেকগুলো অ্যাটাকিং অপশন। রাশফোর্ড, মার্শিয়াল, কাভানি, গ্রিনউডের সাথে নতুন জেডন স্যাঞ্চোর পর এখন আসলেন ম্যান ইউ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যান ইউতে রোনালদোর প্রথম অধ্যায়ের সতীর্থ সুলশারের কাঁধে তাই রোনালদোকে নিয়ে ভয়ঙ্কর একটা আক্রমণভাগ গড়ে তোলার দায়িত্ব।

বর্তমান ট্রান্সফার উইন্ডোতে অন্যতম বড় একটা বিস্ময়ের উপহার দিয়ে গত শুক্রবার (২৭ আগস্ট) রোনালদোকে আবার ওল্ড ট্রাফোর্ডে ফিরিয়ে আনার ঘোষণা দেয় ম্যানচেস্টার ইউনাইটেড।

স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ম্যান ইউতে রোনালদোর প্রথম অধ্যায়ে তিনি ওয়েইন রুনি ও কার্লোস তেভেজের সাথে গড়েছিলেন এক ভয়ঙ্কর আক্রমণভাগ। রুনির সৃজনশীলতা ও তেভেজের দুর্দান্ত ওয়ার্করেটের সাথে রোনালদো গতি ও স্কিল রেড ডেভিলদের জিতিয়েছিল ২০০৮ সালের চ্যাম্পিয়ন্স লিগ।

২০০৯ সালে ম্যান ইউ ছেড়ে যাবার সময় থেকে এখনকার রোনালদো অনেকটাই ভিন্ন। এখন ডিবক্সেই বেশি সময় কাটান তিনি। টগবগে উইঙ্গার থেকে পরিণত হয়েছেন সুযোগসন্ধানী শিকারিতে। রোনালদো এখন দারুণ কার্যকর এক সেন্ট্রাল ফরোয়ার্ড। এখন তাই রাশফোর্ড ও স্যাঞ্চোর উপরই থাকবে দুই উইঙ দিয়ে আক্রমণ রচনার দায়িত্ব। কাভানি ফিরলে বেঞ্চে সময় কাটানো লাগতে পারে রাশফোর্ডকে। সেক্ষেত্রে ৪-৩-৩ ফর্মেশনে দল সাজাবেন সুলশার।

৪-৩-৩ ফর্মেশনে ম্যান ইউয়ের সম্ভাব্য একাদশ। ছবি: সংগৃহীত

তবে ম্যাকটমিনায় এবং ফ্রেডকে ডাবল পিভট হিসেবে যদি শুরুর একাদশে রাখেন সুলশার, তবে পাল্টে যাবে ফর্মেশন। ৪-২-৩-১ ফর্মেশনে তখন রোনালদোর নিচে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে পল পগবা, ব্রুনো ফার্নান্দেজ ও জেডন স্যাঞ্চোর থাকার সম্ভাবনাই বেশি।

৪-২-৩-১ ফর্মেশনে ম্যান ইউয়ের সম্ভাব্য একাদশ। ছবি: সংগৃহীত

এডিনসন কাভানির ইনজুরিতে সেন্ট্রাল ফরোয়ার্ডের দায়িত্ব চেপেছিল অ্যান্থনি মার্শিয়ালের কাঁধে। তবে অনুমিতভাবেই মার্শিয়াল এখন মিস করতে যাচ্ছেন শুরুর একাদশে নিজের নাম। ম্যান ইউয়ের নজরকাড়া তরুণ ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউড হয়তো স্ট্রাইকিংয়ে জুটি গড়বেন রোনালদোর সাথে। অথবা একমাত্র ফরোয়ার্ড হিসেবে নিজের সুযোগের অপেক্ষায় থাকতে পারেন তিনি। তবে এখান থেকে দারুণ কিছুই শেখার কথা তার। কারণ কেবল ম্যান ইউয়ের ক্লাব লেজেন্ডই নন, ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো।

/এমই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply