টিভি দেখে শেখা কৌশলে রাসেল ভাইপার ধরলো কিশোর

|

উদ্ধার হওয়া রাসেল ভাইপার সাপ।

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

টেলিভিশনে দেখে শেখা সাপ ধরার কৌশলে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ ধরেছে এক কিশোর।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার হাসাইল বাজার মাছঘাট এলাকায় পদ্মা নদীর শাখা পয়েন্টে রাসেল ভাইপার সাপটিকে ধরে কিশোর আলভী। পরে শনিবার (২৮ আগস্ট) দুপুরে জেলা বনবিভাগের কাছে ওই সাপটিকে হস্তান্তর করা হয়েছে।

হাসাইল বাজারের হোটেল ব্যবসায়ী রিপন শিকদার বলেন, ন্যাশনাল জিওগ্রাফি ও ডিসকভারি টিভি চ্যানেল দেখে আমার ছেলে আলভী সাপ ধরা আয়ত্ত করে। ঘটনার দিন সাপটিকে নদীতে ভেসে আসতে দেখে ধরে ফেলে সে। পরে সে সাপটিকে একটি প্লাস্টিকের একটি জারে রাখে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা বন বিভাগের কর্মকর্তা হুমায়ুন কবির জানান, আটককৃত রাসেল ভাইপার সাপটি দুই ফুট লম্বা। দুপুরে সাপটি বনবিভাগের কাছে হস্তান্তর করেছে সেই কিশোর। সাপটিকে চট্টগ্রামে একটি সংস্থার কাছে পাঠানো হবে, ভেনাম তৈরির কাজে।

এদিকে এই এলাকায় মাস খানেক আগেও একটি বড় রাসেল ভাইপার ধরা হয়েছিল। পরে স্থানীয়রা পিটিয়ে সাপটিকে মেরে ফেলেন। কিছুদিন পরপর রাসেল ভাইপার উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply