ই-অরেঞ্জের সাবেক সিওও রাসেলের ৪ দিনের রিমান্ড

|

প্রতারণা করে গ্রাহকের ১১শ কোটি টাকা আত্মসাতের মামলায় ই-অরেঞ্জের সাবেক চিফ অপারেটিং অফিসার (সিওও) নাজমুল আলম রাসেলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৯ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকের আদালত শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের ১০ দিনের আবেদনের প্রেক্ষিতে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলায় গত ২৩ আগস্ট ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান এবং চিফ অপারেটিং অফিসার আমান উল্যাহর পাঁচ দিন করে রিমান্ড হয়।

এর আগে ১৬ আগস্ট মো. তাহেরুল ইসলাম নামের একজন গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে মাসুকুর রহমান, আমানউল্লাহ, বিথী আক্তার, কাউসার আহমেদ, সোনিয়া মেহজাবিনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply