নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের নারী সদস্য গ্রেফতার

|

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের এক নারী সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, সিটিটিসি। ২৬ আগস্ট রাজধানীর বাড্ডা থেকে জোবায়দা সিদ্দিকা নাবিলা নামের ওই নারীকে গ্রেফতার করা হয়।

রোববার (২৯ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে ডাকা এক সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নাবিলাই আনসার আল ইসলামের গ্রেফতার হওয়া প্রথম নারী সদস্য। আনসার আল ইসলামের সামরিক শাখারও সদস্য ছিলেন এই নারী। তিনি জানান, এই নারী ১৭টি টেলিগ্রাম চ্যানেল তৈরি করেছিল। এর মাধ্যমে সে আনসার আল ইসলামের বিভিন্ন কার্যক্রম চালাতো। তার চ্যানেলে ২৫ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে জানিয়ে সিটিটিসি প্রধান বলেন, তার চ্যানেলে বোমা তৈরির প্রক্রিয়া, আইনশৃঙ্খলা বাহিনী থেকে রক্ষা পাওয়ার কৌশল শেয়ার করা হতো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply