পদ্মায় ধরা পড়‌লো ১০ মণ ওজনের শাপলা পাতা মাছ

|

পদ্মা নদীতে ধরা পড়েছে ১০ মণ ওজনের বিশাল আকৃতির এক‌টি শাপলা পাতা মাছ।

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলত‌দিয়ার পদ্মা নদীতে বাবু সরদারের জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের বিশাল আকৃতির এক‌টি শাপলা পাতা মাছ।

রোববার (২৯ আগস্ট) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে।

পরবর্তীতে ওই জে‌লে মাছটি দৌলতদিয়ায় বিক্রি কর‌তে না পারায় ভ্যানে ক‌রে রাজবাড়ী‌তে এনে মাছ ব্যবসায়ী কুটি মন্ডলের কাছে ২শ’ টাকা কেজি দরে মোট ৮০ হাজার টাকায় বিক্রি করেন। সে সময় মাছটি দেখতে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।

জানা গেছে, এই মাছটি শাপলা পাতা মাছ নামেই পরিচিত। এটি সাধারণত সামুদ্রিক ও উপকূলীয় অঞ্চলে বেশি পাওয়া যায়। খে‌তেও খুব সুস্বাদু এবং ওজনে ৮ থেকে ১০ মনের হয় ব‌লেও জানা গেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply