ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবিতে মরদেহ নিয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ

|

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী ট্রলারডুবি। ফাইল ছবি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার লইসকা বিলে ট্রলারডুবি ঘটনায় মরদেহের সংখ্যা নিয়ে গুজব রটনাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।

রোববার (২৯ আগস্ট) দুপুরে পুলিশ সুপার যমুনা টেলিভিশনকে জানান, ট্রলারডুবির ঘটনার পর মরদেহের তথ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে গুজব ছড়ানো হয়েছে। আমি মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছি এই ঘটনায় যেহেতু একটি নিয়মিত মামলা হয়েছে, সেই মামলায় গুজব রটনাকারীদেরও অর্ন্তভূক্ত করার। গুজব ছড়িয়ে কেউ ছাড় পাবে না বলেও জানান তিনি।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার লইসকা বিলে বালুবাহী ট্রলার ও যাত্রীবোঝাই বালুবোঝাই বাল্কহেড মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ ২২ জন নিহত হয়। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অন্যদিকে, নিহতদের পরিবারের পক্ষ থেকে সাতজনকে আসামি করে বিজনগর থানায় মামলা হয়। এ ঘটনায় নৌকার মাঝিসহ পাঁচজনক আটক করে পুলিশ।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply