অজিদের পর কিউইরা, আগুন ঝরাতে প্রস্তুত মোস্তাফিজ

|

কিউইদের বিপক্ষে মোস্তাফিজের দিকেই তাকিয়ে থাকবে ক্রিকেটপ্রেমীরা। ছবি: সংগৃহীত

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ৪-১ ব্যবধানে সিরিজ জয়ে মোস্তাফিজুর রহমানেরও রয়েছে মধুর স্মৃতি। প্রথম দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে শুরু। তারপর পুরো সিরিজে করেছিলেন ৫৮টি ডট বল। এবার দেশের মাটিতে প্রথমবার নিউজিল্যান্ডকে পেতে যাচ্ছেন কাটার মাস্টার। অস্ট্রেলিয়া সিরিজের অভিজ্ঞতা থেকেি প্রতীয়মান, সিরিজের এক্স ফ্যাক্টর হতে পারেন সাতক্ষীরা সায়ানাইড।

অস্ট্রেলিয়া সিরিজে যেন ২০১৫ সালের সেই পুরোনো মোস্তাফিজকে ফিরে পেয়েছে বাংলাদেশ। ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে ২ উইকেট শিকারের পাশাপাশি করেছিলেন ১২টি ডট বল। দ্বিতীয় ম্যাচে ২৩ রান খরচায় নেন ৩ উইকেট। তৃতীয় ম্যাচে ১৯ তম ওভারের কথা তো সবারই মনে আছে। পরের ম্যাচে ৪ ওভারে ৯ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। সে ম্যাচে ডট ছিল ১৭ টি। শেষ ম্যাচে মাত্র ১ ওভার বোলিং করেন ফিজ। সব মিলিয়ে ৫৮ ডট দিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের পাগল করে ছেড়েছিলেন তিনি।

২০১৫ সালে ২৪ এপ্রিল মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মোস্তাফিজের। শুরুর উইকেটটা ছিল পাক অধিনায়ক শহিদ আফ্রিদির। এখন পর্যন্ত ৪৮ ম্যাচে সাড়ে ৭ ইকনোমি রেটে ৬৮ উইকেট ফিজের নামের পাশে। ৪ আর ৫ উইকেট পেয়েছেন ১ বার করে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, কলকাতায়। সেবার ২২ রানে ৫ উইকেট শিকার করেছিলেন, তবে দল জেতেনি। পরে নিউজিল্যান্ডের মাটিতে আরো ৩ ম্যাচ খেলেছেন ফিজ। সবশেষ গেল মার্চে হ্যামিলটনে ৪৮ রান দিয়েও ছিলেন উইকেট শূন্য।

নিজের বর্তমান ফর্মের সাথে মিরপুরের উইকেট পক্ষে কথা বললে অস্ট্রেলিয়া সিরিজের পুনরাবৃত্তি সম্ভব মোস্তাফিজের পক্ষে। কার্টার-স্লোয়ারের আগুনে প্রতিপক্ষকে পোড়াবার দৃশ্যের অপেক্ষায় আছে ক্রিকেটপ্রেমীরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। যার কোনোটিতেই জয়ের স্বাদ পায়নি টাইগাররা। তবে এবার মিরপুরে পরিসংখ্যান বদলের মঞ্চ তৈরি। এর সাথে প্রয়োজন সামর্থ্যের সেরাটা দেয়া। অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয়ার চ্যালেঞ্জে টাইগারদের বড় ভরসার জায়গা মোস্তাফিজ।

/এমই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply