পাঙ্গাস মাছ চাষ করে পুরস্কার পেলেন উপজেলা চেয়ারম্যান

|

পুরস্কার নিচ্ছেন সেই উপজেলা চেয়ারম্যান।

বরগুনা প্রতিনিধি:

পাঙ্গাস মাছ চাষ করে পুরস্কার পেয়েছেন বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।

রোববার (২৯ আগস্ট) সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে গোলাম মোস্তফা কবিরের হাতে এ পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।

অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ের সফল মৎস্যচাষী পুরস্কার-২১ প্রদান করা হয়। এতে পাঙ্গাস মাছ চাষ করে পুরস্কার জেতেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। এছাড়া বরগুনা সদর উপজেলা থেকে পুরস্কার জেতেন মো. আব্দুল হালিম, এবং আমতলীর উপজেলায় জেতেন মো. আনোয়ার হোসেন। এছাড়া মনোসেক্স তেলাপিয়ার পোনা উৎপাদন করে বামনা উপজেলায় পুরস্কার জেতেন গোলাম মোর্শেদ। এ সময় বিজয়ীদের ক্রেস্টের পাশাপাশি সম্মাননা প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে প্রতিটি জেলা ও উপজেলা মৎস্য অফিস বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। আমরা মাছে ভাতে বাঙ্গালি। তাই, বাংলাদেশে মৎস্য সম্পদ সমৃদ্ধ করতে আমরা সামগ্রিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply