মেসি ছাড়া সর্বোচ্চ কিছুর আশা করতে পারে না বার্সা: কোম্যান

|

ছবি: সংগৃহীত

বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিকে ধরে রাখতে না পারার হতাশা এবার স্বীকার করলেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। তিনি বলেন, বিশ্বসেরা খেলোয়াড় ছাড়া সর্বোচ্চ সাফল্যের আশা করতে পারে না বার্সা।

আর্থিক সঙ্কটে ডুবে আছে স্প্যানিশ পাওয়ারহাউজ বার্সেলোনা। এক রকম বাধ্য হয়েই ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড় মেসিকে বিদায় জানাতে হয়েছে তাদের। পিএসজি, ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দারুণ একটি ট্রান্সফার উইন্ডো কাটেনি ব্লগ্রানাদের। উল্টো ক্লাবের স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটে গেলো মেসিকে রাখতে না পারায়।

রোনাল্ড কোম্যান বলেছেন, ক্লাবকে যারা ভালোবাসে তাদের কেমন অনুভূতি হচ্ছে তা আমি বুঝতে পারি। তবে আমাদের আর্থিক পরিস্থিতি এমনই যে আমরা পারিনি মেসিকে রাখতে। এটা হতাশাজনক হলেও বাস্তববাদী হতে হবে আমাদের। কারণ পিএসজি, সিটি বা ইউনাইটেডের সাথে আর্থিক ইস্যুতে প্রতিযোগিতা করতে পারি না আমরা।

কোম্যান আরও বলে, আমরা অবশ্যই সেরা সাফল্যের জন্য আশা করবো। জয়ী মানসিকতাই ধরে রাখতে হবে আমাদের। তবে বিশ্বের সেরা ক্লাব হওয়ার অবস্থায় আমরা নেই। কারণ আমরা হারিয়েছি শ্রেষ্ঠ ফুটবলারকে। দল এখন ভিন্ন। তাই আগের সবকিছুই এখন হবে, এমনটা আশা না করাই ভালো।

/এমই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply