১২ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

|

১২ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের ৫টি ট্যাংকার উদ্ধার করা হয়েছে। ১২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে খুলনার সাথে সারাদেশের রেলযোগাযোগ।

রেলওয়ে কর্মকর্তারা জানান, গতকাল খুলনা থেকে ডিজেল নিয়ে ট্রেনটি পার্বতীপুরের উদ্দেশে রওনা দেয়। উথলী স্টেশনে পৌঁছালে রাত সোয়া একটার দিকে ক্রসিংয়ের জন্য তেলবাহী ট্রেনটিকে নেয়া হয় দুই নম্বর লাইনে। ক্রসিং শেষে ট্রেনটি লুপ লাইন দিয়ে এক নম্বর লাইনে ওঠার সময় ৫টি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকেই খুলনার সাথে সারাদেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিভিন্ন স্টেশনে আটকা পড়ে অন্তত সাতটি ট্রেন। সকাল সাতটা নাগাদ ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর ১২টার দিকে সবক’টি ট্যাঙ্কার উদ্ধার করা হলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply