লিগ টেবিলের শীর্ষে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সোমবার রাতে প্রায় হারতেই বসেছিল অ্যাথলেটিকো। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তের গোলে কোনোমতে এক পয়েন্ট নিতে পেরেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে অ্যাথলেটিকো।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা ভিয়ারিয়াল ট্রিগুয়েরোসের গোলে লিড নেয় ৫২ মিনিটে। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। ৪ মিনিটে পরই সেই গোল শোধ দেন লুইস সুয়ারেজ। ৭৪ মিনিটে ডানজুমার গোলে আবারও এগিয়ে যায় ভিয়ারিয়াল। লিগে প্রথম পরাজয়ের মুখ দেখতে থাকা অ্যাটলেটিকো শেষ মুহূর্তে রক্ষা পায় প্রতিপক্ষের আত্মঘাতি গোলে। ইনজুরি সময়ে মাঠের বাঁ প্রান্ত থেকে অ্যাথলেটিকো মাদ্রিদের এক খেলোয়াড়ের ক্রস হেড করে বিপদমুক্ত করতে চেয়েছিলেন ভিয়ারিয়ালের খেলোয়াড় মান্দি। ভেবেছিলেন, তার হেড সামলানোর জন্য সামনে থাকবেন গোলকিপার রুইয়ি। কিন্তু ভুল বোঝাবোঝির কারণে উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দেন রুইয়ি।
এ ড্রয়ের পর তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। শীর্ষ চার স্থানে আছে যথাক্রমে রিয়াল মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, সেভিয়া ও বার্সেলোনা। সবার পয়েন্টই সাত করে। গোল ব্যবধানে শীর্ষে আছে রিয়াল।
Leave a reply