কাবুল বিমানবন্দরে আরও একটি সম্ভাব্য হামলা ঠেকালো যুক্তরাষ্ট্র!

|

মার্কিনিদের চালানো ড্রোন হামলায় আরও একটি সম্ভাব্য হামলা থেকে রক্ষা পেলো কাবুল বিমানবন্দর।

যুক্তরাষ্ট্রের অভিযানের মাধ্যমে ঠেকানো হলো কাবুল বিমানবন্দরে ঘটতে যাওয়া সম্ভাব্য আরও একটি হামলা।

গতকাল রোববার (২৯ আগস্ট) রাতে এক বিবৃতিতে সম্ভাব্য হামলা ঠেকানোর বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

বিবৃতিতে বলা হয়, এয়ারপোর্টের প্রবেশ পথে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিলো আইএস এর। একজনই ছিলেন গাড়িটিতে, যাকে জঙ্গি সংগঠনটির সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। সন্দেহভাজন গাড়িটি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়ে নিষ্ক্রিয় করা হয়। দু’তিন বার জোরালো বিস্ফোরণ ঘটায় গাড়িটিতে বিপুল পরিমাণ বোমা ও গোলা-বারুদ থাকার কথা নিশ্চিত করে মার্কিন বাহিনী।

একইদিন, বিমানবন্দর এলাকায় আরও একটি গাড়িতে ড্রোন হামলা চালায় তারা। তাদের দাবি- সেটিতে করে যাচ্ছিলো আইএস সদস্যরা।

এর আগে গত শনিবার (২৮ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করেন- হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে আরও হামলা চালানো হতে পারে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply