আবারও পরমাণু প্রকল্প চালু করেছে উত্তর কোরিয়া

|

আলোচিত ইয়ংবিয়ং পরমাণু প্রকল্প আবারও প্লুটোনিয়াম উৎপাদন শুরু করেছে উত্তর কোরিয়া।

আলোচিত ইয়ংবিয়ং পরমাণু প্রকল্প আবারও চালু করেছে উত্তর কোরিয়া। নতুন প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছে, গেল জুলাই থেকে প্রকল্পটি চালু থাকার প্রমাণ মিলেছে।

জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা, IAEA জানায় প্রকল্পটিতে প্লুটোনিয়াম তৈরি করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় প্লুটোনিয়াম। স্যাটেলাইটের ছবিতে দেখা যায়, এক মাসের বেশি সময় ধরে প্রকল্পটির বিভিন্ন চিমনি থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।

তবে ধারণা করা হচ্ছে, গত ৫ মাস ধরে তৎরপরতা চলছে সেখানে। ইয়ংবিয়ংয়ে ৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রিঅ্যাক্টর রয়েছে যেটি উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রমের সবচেয়ে ক্ষমতাসম্পন্ন প্রকল্প। এর আগে, IAEA এর প্রতিনিধিরা প্রকল্পটি পরিদর্শন করতে চাইলে তাতে অনুমোদন দেয়নি পিইয়ংইয়ং।

উল্লেখ্য, এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে পরমাণু প্রকল্পটির কার্যক্রম স্থগিত করে উত্তর কোরিয়া।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply