করোনা ও উপসর্গে কয়েক জেলায় আরও ৪৩ জনের মৃত্যু

|

করোনা ও উপসর্গে কয়েক জেলায় আরও ৪৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

গেলো ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে কয়েক জেলায় মারা গেছে ৪৩ জন। এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে মৃত্যু ১৪ জনের।

রাজশাহী মেডিকেলে মৃতদের মধ্যে নাটোরের ৫, রাজশাহীর ৪, চাঁপাইনবাবগঞ্জে ২, নওগাঁ, পাবনা ও মেহেরপুরে একজন করে মারা গেছে। চট্টগ্রামে প্রাণ গেছে ১০ জন।

এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ৭ জন। সিলেট বিভাগে মৃত্যু আরও ৭ জনের। এদিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২, টাঙ্গাইল, কুষ্টিয়া ও ঠাকুরগাঁওয়ে একজন করে প্রাণহানি হয়েছে। এদিকে অনেক জেলাতেই সংক্রমণ কমেছে। হাসপাতালেও কমেছে রোগী ভর্তির সংখ্যা।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply