তালেবান শাসনামলেও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন আফগানিস্তানের নারীরা। তবে পুরুষদের সাথে সহ-শিক্ষার ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে। আলাদা শ্রেণিকক্ষে বসতে হবে নারী ও পুরুষ শিক্ষার্থীদের।
রোববার কাবুলে নীতিগত সিদ্ধান্তগ্রহণকারী ফোরাম লয়া জিরগার বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তালেবান নিযুক্ত ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী আব্দুল বাকি হাক্কানি।
তিনি বলেন, শরিয়া আইন মেনে নারীদের জন্য উচ্চশিক্ষা বহাল থাকবে। শিক্ষা কারিকুলামেও পরিবর্তনের ইঙ্গিত দেন ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী। বলেন, ইসলাম ও জাতীয় মূল্যবোধের আওতায় পাঠ্যক্রম সাজানো হবে। তবে সেটি অন্য দেশের সাথে প্রতিযোগিতার উপযোগীও করা হবে। রক্ষণশীল আফগানিস্তানে এখনও বেশিরভাগ জায়গায় রয়েছে এ ব্যবস্থা।
৯০ এর দশকে যখন তালেবান ক্ষমতায় এসেছিল, তখন নারীদের শিক্ষা নিষিদ্ধ করা হয়। তবে এবার আলাদাভাবে দেশ শাসনের প্রতিশ্রুতি দিয়ে আসছে গোষ্ঠীটি।
ইউএইচ/
Leave a reply