কাবুলে মার্কিন হামলায় বেসামরিক মৃত্যুর তদন্ত করবে ওয়াশিংটন

|

ছবি: সংগৃহীত

কাবুলে মার্কিন ড্রোন হামলায় বেসামরিক মৃত্যুর ঘটনায় তদন্ত করবে ওয়াশিংটন।

রোববারের (২৯ আগস্ট) হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। নিহতের সবাই একই পরিবারের সদস্য। এদের মধ্যে ছয় জনই শিশু, যাদের বয়স ২ থেকে ১২ বছরের মধ্যে।

যুক্তরাষ্ট্রের দাবি, অভিযানের মাধ্যমে ঠেকানো হয়েছে কাবুল বিমানবন্দরে ঘটতে যাওয়া সম্ভাব্য আরও একটি হামলা। পেন্টাগন আরও দাবি করে, এয়ারপোর্টের প্রবেশ পথে আত্মঘাতী বিস্ফোরণের পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করে দু’টি গাড়িতে ড্রোন থেকে হামলা চালানো হয়। এর প্রভাবে কাছাকাছি থাকা বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটতে পারে বলে স্বীকার করে তারা।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। বেসামরিক মৃত্যু এড়াতে মার্কিন সেনারা সর্বোচ্চ সচেতন বলেও দাবি করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply