যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ‘আইডার’ তাণ্ডবে এবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লুইজিয়ানার ১০ লাখের বেশি বাসিন্দা। পরিস্থিতি স্বাভাবিক হতে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগবে বলে জানানো হয়েছে।
ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎকেন্দ্র। এরইমধ্যে ঝড়ের গতিবেগ কিছুটা কমে যাওয়ায় শুরু হয়েছে উদ্ধার অভিযান। এ অভিযানে যোগ দিয়েছেন দেশটির ন্যাশনাল গার্ডের ৫ হাজার সদস্য। এছাড়া যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে নামানো হয়েছে ২৫ হাজার অতিরিক্ত কর্মী।
এদিকে, ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে মিসিসিপি, আলাবামা এবং ফ্লোরিডাতে। এর আগে বিদ্যুৎহীন অবস্থায় পড়ে নিউ অরলিন্সের ৫ লাখের বেশি বাসিন্দা। স্থানীয় সময় রোববার ‘ক্যাটাগরি- ফোরে রূপ নিয়ে হারিকেনটি আছড়ে পড়ে লুইজিয়ানার উপকূলীয় এলাকায়। তাণ্ডব চালায় কিউবাতেও।
ইউএইচ/
Leave a reply