বরিশালে জালে ধরা পড়লো ১৩ মণ ওজনের শাপলাপাতা মাছ

|

৫২২ কেজি ওজনের শাপলা পাতা মাছ।

বরিশাল ব্যুরো:

বরিশালে জেলের জালে ধরা পড়েছে ৫২২ কেজি (প্রায় ১৩ মণ) ওজনের শাপলাপাতা মাছ। এখন মাছটি বিক্রির জন্য মাইকিং করা হচ্ছে নগরীর পোর্টরোড এলাকায়।

নগরীর পোর্টরোড এলাকার মৎস্য ব্যবসায়ী রুবেল মিয়া জানান, ইলিশ মাছ ধরার জন্য কীর্তনখোলা নদীর তালতলী এলাকায় সোমবার রাতে জাল পেতেছিল জেলেরা। সেই জালে জড়িয়ে ধরা পড়ে বিশাল আকৃতির শাপলা পাতা মাছ। মাছটি বিক্রির জন্য মঙ্গলবার সকালে স্থানীয় তালতলী বাজারে নিয়ে আসেন জেলেরা। এসময় ৩৫০ টাকা কেজি দরে ১ লাখ ৮২ হাজার ৭শ’ টাকায় মাছটি কিনি নেন তিনি।

তবে মাছের মূল্য পরিশোধ করেননি ব্যবসায়ী রুবেল। মাছ বিক্রি করে টাকা পরিশোধ করা হবে বলে জানান তিনি।

মাছটি বিক্রির জন্য ভ্যান গাড়িতে করে নগরীতে মাইকিং করা হচ্ছে। পোর্টরোড এলাকায় মাছটি কেটে ৫শ’ টাকা কেজি দরে বিক্রি করা হবে বলে জানান মাছ ব্যবসায়ী রুবেল মিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply